সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৭:৩৫

ফেসবুকে সেলফি পোস্ট করে ১৫ বছরের জেল!

ফেসবুকে সেলফি পোস্ট করে ১৫ বছরের জেল!

আন্তর্জাতিক ডেস্ক : সেলফি ঝড়ে কাঁপছে গোটা বিশ্ব। যেখানেই যাচ্ছে সেখানেই চলতে থাকে সেলফির হিড়িক। মৃত-জীবিত, অখ্যাত-কুখ্যাত যাই হাতের কাছে পাচ্ছে তার সাথেই সেলফি তুলতে দেখা যায় বর্তমান প্রজন্মকে। এযেন এক মহামারি আকার ধারণ করেছে। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। ফেসবুকে সেলফি পোস্ট করে ১৫ বছরের জেল হল আমেরিকার টেনেসির এক বাসিন্দার। ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বন্দুক হাতে নিয়ে একটি সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেছিল মালিক ফার্স্ট বর্ন আল্লা ফারাদ নামের এক ব্যক্তি। তার এই ছবি প্রশাসনের দৃষ্টিতে পড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। বেআইনি অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় সংশোধনাগারে তাকে প্রায় সাড়ে পনের বছর বন্দী থাকতে হবে। গত বৃহস্পতিবার তাকে এই সাজা দিয়েছে আদালত।

এর আগেও ফারাদ অনেক অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অপরাধের অনেক রেকর্ড রয়েছে পুলিশের কাছে। ১৪ বছর বয়সে প্রথম একটি অপরাধ করে দোষী সাব্যস্ত হন তিনি। তারপর একাধিক অপরাধে সে গ্রেফতার হয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে।
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে