আন্তর্জাতিক ডেস্ক : একশ' বছর পার করেছেন আরো তিন বছর আগেই। যে বয়সে বাসায় বসে বিশ্রাম নেয়ার কথা, সে বয়সে তিনি কিনা এখনো চালিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধ। এই বয়সে পৌঁছানো বেশির ভাগ মানুষের কাছেই স্বপ্নের মতো মনে হয়। আর এই বয়সে গিওভানি রোজ্জো নিজেই গাড়ি চালিয়ে রোজ কয়েক কিলোমিটার সফর করে রোজগার করছেন। এত বয়স হয়ছে কিন্তু স্টিয়ারিংয়ে এখনো একটুও হাত কাঁপে না তার। ইংল্যান্ডের বাসিন্দা ১০৩ বছরের গিওভানিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বয়স্ক চালক। এখনও পর্যন্ত তার এ বয়সে একটিও দুর্ঘটনা ঘটাননি। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
মূলত তিনি ইতালির বাসিন্দা। গত ৮২ বছর ধরে গাড়ি চালাচ্ছেন এই লোকটি। ইংল্যান্ডে গাড়ি চালানোর বয়সের কোনও ঊর্দ্ধসীমা না থাকায় যত দিন পারবেন নিজেই গাড়ি চালাবেন বলে জানিয়েছেন। প্রথম জীবনে ইতালির সেনাবাহিনীতে ক্লার্কের কাজ করতেন তিনি। ইংল্যান্ডে আসার আগে ইতালিতে সেনাবাহিনীর গাড়ি চালাতেন তিনি। পরে ইংল্যান্ডে এসে গাড়ি চালিয়ে রাস্তায় ঘুরে আইসক্রিম ও দুধ বিক্রি করতেন। সারা জীবনে দু-বার জোরে গাড়ি চালানোর জন্য তার জরিমানা হলেও কোনও দুর্ঘটনা ঘটাননি বলে জানিয়েছেন গিওভানি।
তিন সন্তান ও চার নাতি-নাতনি নিয়ে সুখেই আছে গিওভানি। মৃত স্ত্রীর কবরের পাশে বসে থাকতে রোজ নিজের ২৩ বছরের পুরনো মিত্সুবিশি চালিয়ে গোরস্থানে যান গিওভানি। গাড়ি চালানোর মতো শারীরিক সক্ষমতা থাকায় স্টিয়ারিং ছাড়ার কোনও পরিকল্পনা নেই তার।
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই