বুধবার, ১৫ জুন, ২০২২, ০৫:০২:৪৮

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে বড় চমক মমতা ব্যানার্জী!

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে বড় চমক মমতা ব্যানার্জী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জীর ডাকা বৈঠকে একটু ফাটল দেখা গিয়েছে। আজ, বুধবার নয়াদিল্লিতে কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠকে থাকছে না আপ–টিআরএস–বিজেডি বলে সূত্রের খবর। 

তবে বাকি বিরোধী সব দলই প্রতিনিধি পাঠাচ্ছেন। এই বৈঠকেই ঠিক হতে চলেছে রাষ্ট্রপতি পদে হেভিওয়েট প্রার্থী। আগামী ১৮ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন। শোনা যাচ্ছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে বড় চমক মমতা ব্যানার্জী! ঠিক কী চমক থাকতে পারে?‌ 

সূত্রের খবর, এই বৈঠকে মমতা ব্যানার্জী রাষ্ট্রপতি পদে নাম প্রস্তাব করতে পারেন মহারাষ্ট্রের বর্ষিয়ান রাজনীতিবীদ শারদ পাওয়ারের। সেখানে মতামত দেখে পরের চালও তৈরি রেখেছেন তিনি। যদি দেখা যায় শরদ পাওয়ারকে নিয়ে সবাই ঐক্যমত হতে পারছেন না তাহলে আস্তিন থেকে তুরুপের তাস হিসাবে বের করতে পারেন গোপালকৃষ্ণ গান্ধীর নাম। 

সেক্ষেত্রে সবাই একমত হবেন একেবারে নিশ্চিত। ঠিক কী সমীকরণ তৈরি হয়েছে?‌ মমতা যে বৈঠক ডেকেছেন তাতে বিরোধীরা একমত যে এনডিএ প্রার্থীকে রাষ্ট্রপতি পদে আসা রুখতে হবে। তাই এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। 

মোদী–শাহের হাতে যে এমপি–এমএলএ সংখ্যা রয়েছে তা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন জেতা সম্ভব নয়। বাইরে থেকে দুই-একটি দলের সমর্থন নিতে হবে। সেখানে মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধীকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরা হলে বিরোধীরা একমত হবেন। আর তাহলেই বিজেপিকে মোকাবেলা করা যেতে পারে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই গোপালকৃষ্ণের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। ফোনে তার সঙ্গে কথা বলেছেন বিরোধী শিবিরের একাধিক নেতা। সকলের অনুরোধ মেনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুরোধ করা হয়েছে তাকে।

সূত্রের খবর, উড়িশার বিজেডি, তেলেঙ্গানার টিআরএস, মহারাষ্ট্রের শিবসেনা, বিহারের জনতা দল বা অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপির দলগুলো মধ্য যেকোন দুটি দল যদি বিজেপিকে সমর্থন করে তাহলে রাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপির প্রার্থী জিতে যেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে