আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজ্যসভায় যোগ দেবেন বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান। এরই মধ্যে শেষ হচ্ছে ৭ মনোনীত সাংসদের মেয়াদ৷
এদের মধ্যে দুজন অবসর নিয়েছেন৷ বাকি পাঁচজনের মধ্যে আছেন জাভেদ আখতার, মণিশঙ্কর আইয়ার, বি জয়শ্রী, ভালচন্দ্র মুঙ্গেকার এবং মৃণাল মিরি৷ ২১ মার্চ তাদের মেয়াদ শেষ হচ্ছে।
রাষ্ট্রপতি মনোনীত করেন রাজ্যসভার ১২ সাংসদকে৷ এ মুহূর্তে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদের সংখ্যা ১০।
সূত্রের খবর, জাভেদ আখতারের জায়গায় আনা হতে পারে সেলিম-জাভেদ জুটির সেলিম খানকে৷ তিনি হলেন চিত্রতারকা সলমান-সোহেল-আরবাজ খানের বাবা। অবশ্য আরো একটি নাম প্রকাশ্যে এসেছে, তিনি হলেন সাংবাদিক স্বপন দাশগুপ্ত৷
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম