সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১১:৫০:৫৮

আমি প্রেসিডেন্ট হলে রান্নাঘর সামলাবে ক্লিনটন : হিলারি

আমি প্রেসিডেন্ট হলে রান্নাঘর সামলাবে ক্লিনটন : হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন পত্নী হিলারি ক্লিনটন।  তিনি বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান তবে রান্নাঘর সামলানোর দায়িত্ব হবে বিল ক্লিনটনের।  

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের কাছ থেকে রাজনৈতিক বিষয়ে ধারণা নেবেন বলেও জানান তিনি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের এক বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন হিলারি।  যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।  

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।

হিলারি বলেন, আমি যতটা সম্ভব তাকে রান্নাঘর সামলানোর ব্যাপারে যথাযথ পরামর্শ দেব।  তবে যখন অর্থনীতির বিষয়টি সামনে আসবে, তখন এ বিষয়ে আমি তার মতামত ও পরামর্শ নেব।  কারণ আমার স্বামীর নেতৃত্বে মার্কিন অর্থনীতি প্রশংসিত হয়েছিল।

তিনি বলেন, বিশেষ করে ’৯০-এর দশকে সবার আয় বেড়েছিল ও দারিদ্র্যে থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছিল। আমি তাকে শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো ভালো ধারণা খুঁজে আনার জন্য পাঠাব।  

মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর দৌড়ে এগিয়ে থাকা হিলারি বলেন, কেননা তিনি যেমনটা বলেন তা আমিও বিশ্বাস করি যে, আমেরিকার যত ভুল ছিল তা আমেরিকাতেই সমাধান হয়েছে।  অর্থনীতির উন্নয়নে আমাদের আরো অনেক কিছু করা উচিত।  বিশেষ করে দরিদ্র সম্প্রদায়কে এগিয়ে নেয়ার জন্য আরো সুযোগ তৈরি করা উচিত।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে