সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১১:৫৫:০২

সৌদি-ইরান সংকট মধ্যস্থতার মিশনে পাকিস্তান

সৌদি-ইরান সংকট মধ্যস্থতার মিশনে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতা করার জন্য সৌদি আরব রওয়ানা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ।  ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বে যখন মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে বড় ধরনের সংকট তৈরির আশংকা দেখা দিয়েছে তখন পাকিস্তান এই উদ্যোগ নিল। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

নওয়াজ শরীফ ও জেনারেল রাহিল শরীফ একই বিমানে করে রাজধানী ইসলামাবাদ থেকে সৌদি আরবে রওয়ানা দিয়েছেন। রিয়াদ সফর শেষে তারা আগামীকাল (মঙ্গলবার) ইরান সফরে আসবেন বলে কথা রয়েছে। কূটনৈতিক উপায়ে ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করছে পাকিস্তান।

সফরে নওয়াজের সঙ্গে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাসের খান জানজুয়া এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি। ইরান সফরে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে