আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অন্য অভিযোগ কালি ছুড়ে মারা তরুণীর। দিল্লির রাজপথে দূষণ নিয়ন্ত্রণ করতে সম্প্রতি জোড়-বেজোড় সংখ্যার গাড়ি চালানোর প্রস্তাব দেন অরবিন্দ কেজরিওয়াল।
কিন্তু সেই প্রকল্পের অন্তরালে কি সক্রিয় হয়ে উঠেছে কোনো জ্বালানি-চক্র? রোববার কেজরিওয়ালের মুখে কালি ছুড়ে খবরের শিরোনামে চলে আসা তরুণীর দাবি তেমনই।
ভাবনা অরোরা নামে বিশ বছর বয়সী ওই তরুণীর দাবি, জোড়-বেজোড় নিয়ম দেখতে শুনতে ভালো হতে পারে, কিন্তু এর পেছনে একটি বড় সিএনজি-কেলেঙ্কারি রয়েছে। এ নিয়ে তিনি স্টিং অপারেশন চালিয়েছেন।
তরুণী জানান, তিনি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পরিবহনমন্ত্রী গোপাল রাই-এর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু কেউই রাজি হননি।
ভাবনা জানান, রাজধানীর সরকারি অনুমোদিত কেন্দ্রগুলো মোটরবাইকের নম্বরের ওপর সিএনজি প্রশংসাপত্র তৈরি করে দিচ্ছে। দু'মাস আগে তিনি এমন দুটি কেন্দ্রে গিয়ে স্টিং অপারেশনের মাধ্যমে পুরো বিষয়টি লিপিবদ্ধ করেন।
তার দাবি, যদি তাই হতে পারে, তাহলে যেকোনো পেট্রেল বা ডিজেলচালিত গাড়ির ওপরও একইভাবে প্রশংসাপত্র মিলতে পারে। একটি সিলিন্ডারকে পরীক্ষা করতে অন্তত এক ঘণ্টা সময় লাগে। কিন্তু সরকারি কেন্দ্রগুলো মাত্র ১০ মিনিটেই এ পরীক্ষা করে ফেলছে।
এদিকে কেজরিওয়ালের উদ্দেশ্যে কালি ছোড়ার ঘটনায় ভাবনাকে এদিন আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, গতকাল দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মঞ্চে ভাষণরত কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছুড়ে মারেন ভাবনা। তার দাবি, তিনি আমআদমি পার্টি সেনার পাঞ্জাব ইউনিটের প্রধান।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম