আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলের এলাহাবাদে কুম্ভ মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছেন গোল্ডেন বাবা৷ উৎসবের মরশুমে বৈভব প্রদর্শনের জন্য ইতিমধ্যেই নাগা সন্ন্যাসী ও ভক্তকূলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন স্বঘোষিত এই 'বাবা'৷
বাপি লাহিড়ি, যার শরীরে সোনার গয়নার বহর দেখে অনেকের চোখ কপালে ওঠে, তিনিও গোল্ডেন বাবার কাছে নেহাৎই 'শিশু'৷ বিশ্বাস করুন বা না করুন, ভক্তদের দাবি 'বাবা'-র শরীরে প্রায় ১৫ কিলো গয়না সবসময় থাকে৷ যার বাজারদর প্রায় তিন কোটি টাকা৷
গঙ্গার ঘাটে 'বাবা' যখন ভক্ত-পরিবৃত হয়ে ডুব দিচ্ছিলেন, তখন তার গলায়-হাতের সোনার গয়নাগুলি যেন সূর্যের আলোয় ঝলসে যাচ্ছিল৷ তার গলায় হিরা বসানো এক একটি নেকলেসের দামই নাকি ২৭ লক্ষ টাকা৷ কিন্তু গোল্ডেন বাবা সোনার ভক্ত কেন? ভক্তদের দাবি, সোনা যেমন দামি ও দুর্লভ, 'বাবা'-ও তেমনই মূল্যবান৷
জানা গিয়েছে গোল্ডেন বাবার আসল নাম সুধীর কুমার মক্কড়৷ সন্ন্যাস নেওয়ার আগে দিল্লিতে কাপড়ের ব্যবসা করতেন৷ ৫৩ বছরের ওই ব্যক্তি জানিয়েছেন, "ব্যবসা করার সময় প্রচুর পাপ করেছি৷ এখন সব ধুয়ে ফেলতে চাই৷ গরিব মানুষের সেবাই এখন আমার ধর্ম৷" তাহলে গায়ে এত সোনার গয়না কেন? গোল্ডেন বাবা বললেন, "টাকার জন্য যাদের মেয়ের বিয়ে হচ্ছে না, আমি তাদের এই গয়না দিয়ে সাহায্য করি৷"
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম