আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের নাসিকে কার্যত যুদ্ধ পরিস্থিতি৷ ঘনঘন গর্জে উঠছে ভারতীয় সেনার কামান৷
ভারতীয় সেনার ১২০ এমএম 'মর্টার', ১৫৫ এমএম 'সলট্যাম', ১০৫ এমএম 'ইন্ডিয়ান ফিল্ড গান', ১০৫ এমএম 'লাইট ফিল্ড গান', ১৩০ এমএম 'মিডিয়াম গান' থেকে শুরু করে ১৫৫ এমএম এফএইচ ৭৭বি বোফর্স, ১২২ এমএম 'মাল্টি ব্যারেল' রকেট লঞ্চার-কী নেই সেখানে!
কিন্তু কাকে লক্ষ্য করে ভারতীয় সেনা তার সর্বশক্তি প্রয়োগ করছে? কে আক্রমণ করলো ভারতকে? তবে কি ফের পাঠানকোটের মত পরিস্থিতি তৈরি হল?
আসলে ভারতীয় সেনা অপারেশন 'সর্বত্র প্রহার'-এর মহড়া চালাচ্ছে 'স্কুল অফ আর্টিলারি'-তে৷ আশেপাশের বহু স্কুলের পড়ুয়া ও এনসিসি ক্যাডেটরা ভারতীয় সেনার এই মহড়া দেখতে ভিড় জমিয়েছে৷
ভারতীয় সেনাবাহিনীও সদ্য স্কুল বা স্কুল পেরনো ছাত্র-যুবদের বাহিনীতে অন্তর্ভুক্ত করতে সমান উৎসাহী৷ পিনাকা, ব্রাহ্মোস-এর মত মিসাইলের মডেলও দেখানো হয় প্রদর্শনীতে৷
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম