আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির আরেকটি মাইলফলকের অর্জন। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় নেতা।
টিওআই একটি রিপোর্টে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তার ব্যক্তিগত ফ্যান পেজে ৩২ মিলিয়ন বা ৩ কোটি ২০ লক্ষ ভক্ত এবং তার অফিসিয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজে (পিএমও) ১০.১ মিলিয়ন বা ১ কোটি ভক্ত ছাড়িয়েছে।
রির্পোটে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। মার্কিন প্রেসিডেন্ট তার ফেসবুক পেজে ভক্তের সংখ্যা ৪৬ মিলিয়ন বা ৪ কোটি ৬৬ লক্ষ ছাড়িয়েছে।
রির্পোটে বলা হয়েছে, ২০১৫ সালে ফেসবুকে মোদিই ছিল সবচেয়ে চর্চিত ব্যক্তি এবং মোদিকে নিয়ে অধিক কথাবার্তা বলা হয়েছে ফেসবুকে। প্রায় ২০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী কথা বলেছে মোদিকে নিয়ে। যা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়ে পাঁচ গুণ বেশি।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম