মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১০:২৫:৪৪

কাজ রেখে নামাজ আদায় করতে গেলেই চাকুরিচ্যুত

কাজ রেখে নামাজ আদায় করতে গেলেই চাকুরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: কোম্পানির বেধে দেয়া সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে। কাজ ফেলে রেখে নামাজ আদায় করা যাবে না এবং নামাজ আদায় করতে বেশি সময়ও নেয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে ‘এরিয়েন’ নামের যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি কোম্পানি। খবর-ডেইলি মেইল।

খবরে বলা হয়, কোম্পানিটিতে চাকরি করেন ৫৩ জন মুসলিম। আর এই ৫৩ জনের জন্য নতুন করে পরিবর্তন করা হয়েছে নামাজ বিষয়ক নীতি। এর আগে সেখানে কর্মরত মুসলিমরা এক শিফটে দু’বার নামাজ আদায় করতে পারতেন। কিন্তু নতুন নীতির অধীনে তারা শুধু দুপুরের খাওয়ার বিরতির সময় নামাজ আদায় করতে পারবেন। এর বাইরে গিয়ে দিনে দু’বার যদি ৫ মিনিট করে নামাজের বিরতি নেন কোন কর্মী তাহলে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে।

কোম্পানির এমন সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই কোম্পানিটি উইসকনসিনের ব্রিলিয়ন ভিত্তিক। তারা গত বৃহস্পতিবার নীতিতে পরিবর্তন এনেছে। এর এক প্রতিনিধি ডব্লিউবে টিভিতে বলেছেন, প্রডাকশনের জন্য কারখানায় অনির্ধারিত ব্রেক বা বিরতি অনুমোদিত নয়।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে