মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১০:৩০:২৫

মুসলিম নারীরা ভালো ইংরেজি না জানলে ব্রিটেন ছাড়তে হবে!

মুসলিম নারীরা ভালো ইংরেজি না জানলে ব্রিটেন ছাড়তে হবে!

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম নারীদের ওপর আরও বিধি-নিষেধ আরোপ করছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার এক ঘোষণায় বলেছেন, ‘যেসব মুসলিম নারীরা ভালোভাবে ইংরেজী শিখতে ব্যর্থ হবেন তাদেরকে যুক্তরাজ্য ছেড়ে যেতে হবে।’


তিনি আরো পরামর্শ দেন, স্বল্প ইংরেজি জানা মানুষরা আইএসের মত জঙ্গি গ্রুপ গুলোর বার্তা বহনকে আরো বেশি সহজ করে দেয়।


তার দল মধ্য-ডানপন্থী কনজারটিভ পার্টির ভিন্ন জাতিগোষ্ঠী নারীদের জন্য ২৫ কোটি টাকা মুল্যের একটি ল্যাঙ্গুয়েজ ফান্ড চালু করার অনুষ্ঠানে তিনি একথা বলেন।


ব্রিটেনে ইমিগ্রেশনের পরিবর্তিত নিয়ম অনুযায়ী বর্তমানে যেসব স্ত্রীরা যুক্তরাজ্যে এসে স্বামীর সাথে থাকতে চায় তবে তাদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।


কিন্তু ক্যামেরন আরো বলেন, ‘তাদের ইংরেজি ভাষায় দক্ষতা বেড়েছে কিনা তা যাচায় করতে আড়াই বছর পরে একটি দক্ষতা যাচাই পরীক্ষার সম্মুখীন হতে হবে।’


বিবিসিকে তিনি বলেন, ‘আপনি এদেশে থাকার নিশ্চয়তা পাবেন না যদি আপনার ভাষা দক্ষতার উন্নতি না হয়। যেসব লোকেরা এদেশে আসবে, তাদের অবশ্যই কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে।’
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে