মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১২:৩৬:২২

হিলারি-স্যান্ডার্সের তুমুল বাক্‌যুদ্ধ

হিলারি-স্যান্ডার্সের তুমুল বাক্‌যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : হিলারি-স্যান্ডার্মের মধ্যে তুমুল বাকযুদ্ধ দেখল আমেরিকনরা। তারা দুই জনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রথম সারির প্রার্থী।

এনবিসি নিউজ ও ইউটিউব রবিবার রাতে ডেমোক্রেটিক পার্টি সম্ভাব্য প্রার্থীদের বিতর্কের আয়োজন করে। সাউথ ক্যারোলাইনার রাজ্যের সবচেয়ে প্রাচীন শহর চার্লেসটনে এই বিতর্কে নতুন মাত্র যোগ করে প্রভাবশালী দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের বিতর্ক। তারা বিভন্ন ধরণের যুক্তি-তর্কের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করার চেষ্টা করেন। এতে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রায় দুই ঘণ্টা চলে হিলারি-স্যান্ডার্সের বাক্‌যুদ্ধ।


১ ফেব্রুয়ারি আইওয়া রাজ্যের মাধ্যমে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক ভোটারদের পছন্দের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া (ককাস)। এতে যে এগিয়ে থাকবেন, তিনিই পাবেন দলীয় প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচনের টিকিট।


অন্যদিকে বিতর্ক শুরুর প্রায় ঘণ্টা দুয়েক আগে চার্লেসটনে নতুন স্বাস্থ্যনীতি ঘোষণা করেন স্যান্ডার্স। সব মার্কিনির জন্য অভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আছে স্যান্ডার্সের ঘোষণায়।


কিন্তু হিলারি মনে করেন, প্রেসিডেন্ট ওবামার শাসনামলে যে স্বাস্থ্যনীতি গ্রহণ করা হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে নতুন কোনো নীতির দরকার হবে না। বিতর্কে স্যান্ডার্সকে কোণঠাঁসা করে রাখেন হিলারি। তবে হঠাৎ অগ্নিমূর্ত হয়ে স্যান্ডার্স ফুঁসে ওঠেন এবং বাক্যবাণ ছোঁড়া শুরু করেন।


স্যান্ডার্স অভিযোগ করেন, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর ওয়াল স্ট্রিটের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে লাখ লাখ ডলার সম্মানি নিয়েছেন। এছাড়া ব্যবসায়ীদের হাত করার চেষ্টা করেছেন তিনি।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে