মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০২:২২:৫১

সেই মার্কিন কোম্পানি ছাড়ছেন ধর্মপ্রাণ মুসলিমরা

সেই মার্কিন কোম্পানি ছাড়ছেন ধর্মপ্রাণ মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন সেই কোম্পানি ছাড়তে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সেখানকার কর্মরত ৪৩ জন মুসলিম কর্মী চাকরি ছেড়ে দিয়েছেন। নামাজের সিডিউল পরিবর্তন করায় যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেটের আরিয়েন নামের একটি কোম্পানি ছেড়েছেন তারা।


কোম্পানিটি গত বৃহস্পতিবার নামাজের সিডিউল পরিবর্তনের ঘোষণা দেয়। এ ঘোষণার আগে মুসলিম কর্মকর্তা-কর্মচারীরা তাদের নির্ধারিত শিফটের মধ্যে দুই ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেন। বিভিন্ন শিফটে কর্মরত মুসলিম কর্মীরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় তাদের কাজের দায়িত্ব অমুসলিম সহকর্মীদের হাতে ন্যস্ত করে নামাজ আদায়ে বাহিরে যান।


কিন্তু আরিয়েন এখন তার কর্মীদের নির্ধারিত বিরতিতে নামাজ আদায় করার কথা বলছে। কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘উৎপাদনের সময় কোনো অনির্ধারিত বিরতি কোম্পানি মঞ্জুর করবেনা।’


ফক্স নিউজ জানিয়েছে, কোম্পনির এই পরিবর্তিত সিদ্ধান্ত ৫৩ জন মুসলিম কর্মীকে বিপদে ফেলেছে। ১০ জন কর্মী পরিবর্তিত সিডিউলে কাজ করতে আগ্রহী হলেও বাকি ৪৩ জন মুসলিম কর্মী কাজের জন্য নামাজের ব্যাপারে আপোস করতে রাজি হননি।


তবে কোম্পানি বলছে, তারা ধর্মভীরু মুসলিমদের অনুভূতিকে শ্রদ্ধা করে। তাই চাকরি ছেড়ে দেয়া মুসলিমরা যদি সিডিউলের সাথে মানিয়ে নিয়ে কাজে যোগ দিতে চান তাহলে কোম্পানি তাদের সাদরে আমন্ত্রণ জানাবে।


এছাড়াও, নামাজের সময়ের সাথে মিলিয়ে মুসলিম কর্মীদের কাজের শিফট নির্ধারণের ব্যাপারটিও কোম্পানি বিবেচনা করে দেখছে বলে উর্দ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে