মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৪:১৭

মারা গেলেন বিশ্বের বয়স্ক পুরুষ

মারা গেলেন বিশ্বের বয়স্ক পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্কতম পুরুষ। মৃত্য কালে ওনার বয়স হয়েছিল ১১২ বছর। তিনি জাপানের ইয়াসুতারো কােয়ডেতে মারা যান। অনেক দিন থেকেই তিনি নিউমনিয়ায় ভূগছিলেন। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয় বলে জানা যায়। সবাই তাকে চিনত বিশ্বের প্রবীনতম পুরুষ হিসেবে। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তিনি ১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের টোকিও-র উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে জন্মগ্রহণ করেন। বিশ্বের বয়স্ক মানুষ হিসেবে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড তাকে স্বীকৃতি দেয় গত বছরের জুলাই মাসে। এত দিন বেঁচে থাকার রহস্যের কারণ হিসেবে ইয়াসুতারো জানিয়ে ছিলেন, সব সময় হাসি খুশি থাকা। শরীর আর মনকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ না করা। তাহলেই একজন মানুষ অনেক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে।

জাপানে অন্যান দেশের মানুষদের তুলনায় আয়ু খুব বেশি হয়। ৬৫-এর বেশি বয়সী মানুষের সংখ্যা জাপানে প্রায় ১২ কোটি ৭০ লক্ষ। বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তির নাম সুনা মুশেট জোন্‌স। সেই মার্কিন মহিলার বয়স ১১৬ বছর।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে