আন্তর্জাতিক ডেস্ক : ফের পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে আফগানিস্তান সীমান্তে পেশোয়ার শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে বেশ কিছুখন গুলি বিনিময় হয়। এমন সময় পুলিশের চেকপয়েন্টের কাছে মোটর সাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারায় ১০ জন পুলিশকর্মী এবং আহত হয়েছেন ২০ জনেরও বেশি। টাইমস অফ ইন্ডিয়ার এক এতিবেদনে এ খবর জানা যায়।
মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার এজেন্সির অধীনে উপজাতিপ্রধান এলাকায় তীব্র বিস্ফোরণ ঘটে। এদিন সকালে উপজাতীয় অঞ্চল থেকে পেশোয়ার শহরে প্রবেশের মুখে কারখানার কাছে জামরুদ এলাকায় পুলিশ চেকপোস্ট অতিক্রম করে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় এক মোটরবাইক আরোহী। ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মুবারক জেব খান জানিয়েছেন, ওই মোটরবাইকে বিস্ফোরক বোঝাই করা ছিল। চেকপোস্টে ধাক্কা মারার পর পরই প্রবল বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে কর্তব্যরত ১০ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মুনির খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ওই ব্যক্তি বিস্ফোরক ভর্তি মোটরবাইক চালাচ্ছিল। সে সরাসরি চেকপোস্টে ঢুকে লাইন অফিসারের গাড়িতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে।'
ঘটনার কথা স্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত দুই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে লাইন অফিসার সহ মোট ১০ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে পেশোয়ারের হায়াতাবাদ মেডিক্যাল কমপ্লেক্সের এক মুখপাত্রের দাবি, এক শিশু-সহ ১০টি মৃতদেহ হাসপাতালে পৌঁছেছে।
উল্লেখ্য, আফগানিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চল থেকেই গত কয়েক মাস যাবত পাকিস্তানি তালিবানদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই