আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত রিৎজ হোটেলে ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে’র ঘটনা ঘটেছে। হোটেলটি বর্তমানে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। হোটেলটি প্যারিসের অভিজাত এলাকার প্লেস ভেনডমে অবস্থিত। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬ টার দিকে। আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনীকে ডাকা হয়। দমকল বাহিনীর এক মুখপাত্র জানায়, হোটেলের ওপরের তলায় ও ছাদে আগুন লাগে।
তিনি বলেন, পাঁচ তারকা এ হোটেলটিতে তখন কেউ ছিলেন না এবং অগ্নিকাণ্ডের কারণে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের ‘ব্যাপক’ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্যারিস পুলিশ এক টুইটার বার্তায় জানায়, হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকা এড়িয়ে গাড়ি চালক ও আরোহীদের চলার পরামর্শ দেয়া হচ্ছে।
জানা যায় চারতলা এ হোটেলটির মালিক একজন বিশরীয়। তিনি মিশরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদ নামেই পরিচিত। প্রায় গত তিন বছর ধরে ভবনের নিচ থেকে উপর পর্যন্ত সংস্কারের কাজ চলছে। চলতি বছরের একেবারে শেষ দিকে এই ভবনটি পুনরায় খুলে দেয়া কথা ছিল।
উল্লেখ্য, অভিনেতা চার্লি চ্যাপলিন, কোকো শ্যানেল ও আর্নেস্ট হেমিংওয়ের পছন্দের হোটেল এটি। এছাড়া অন্য একটি কারণেও এ হোটেলের নাম রয়েছে। ১৯৯৭ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার আগে প্রিন্সেস ডায়ানা ও দোদি ফায়েদ এখানে নৈশ ভোজ করেছিলেন।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই