আন্তর্জাতিক ডেস্ক : টয়লেটে আটকা পড়া এক ব্যক্তিকে উদ্ধার হয় এক বছর পর! বাথরুমে তিনি আটকা পড়লে বাড়ির লোক সঙ্গে সঙ্গে খবর দিয়েছিলেন পুলিশে।
দুবাই পুলিশের অন্যতম শীর্ষ কর্তা মেজর খালিদ আল হামাদি সাফাই দিলেন। তিনি দুবাই পুলিশ রেসকিউ ডিপার্টমেন্টের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল এবং দুবাই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান।
তার সাফাই শোনার আগে একটি কথা জানিয়ে অবশ্য রাখা ভালো। এ খবরটি কিঞ্চিৎ পুরনো এবং একেবারে হালে সেটি ফাঁস করেছেন হামাদি নিজেই। তিনি জোর গলায় বলছেন, পুলিশের যেতে একেবারে দেরি হয়নি। পুলিশ ঠিক সময়েই পৌঁছেছিল।
তাহলে উদ্ধারে এক বছর লাগল কীভাবে? হামাদি বলেছেন, এক বছরই তো লেগেছে। এই নিউ ইয়ারের ঘটনা। ৩১ তারিখ রাতে এসেছিল ফোন। পরিবারের কর্তা বাথরুমে ফেঁসে গেছেন। তড়িঘড়ি টিম যায়। এরপর দরজা ভেঙে তাকে বের করতে একটু সময় লাগে। সেই সব করতে করতেই নিউ ইয়ার চলে আসে।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম