আন্তর্জাতিক ডেস্ক : ট্যুইটারের পর এবার ফেসবুকেও ‘লাইক’-এর বিচারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির ফেসবুকে ‘লাইক’ মার্কিন প্রেসিডেন্টের থেকে প্রায় পাঁচ গুণ বেশি। যদিও পোস্ট শেয়ারের দিক থেকে এগিয়ে ওবামা।
সম্প্রতি ফেসবুকের ওপর করা এক সমীক্ষায় জানা গেছে, ফেসবুকে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর দ্বিতীয় স্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে গত বছরের ২০০ মিলিয়নের ইন্টারঅ্যাকশনে দেখা গেছে, ফেসবুক পোস্টের ‘লাইক’-এ মার্কিন প্রেসিডেন্টের থেকে পাঁচ গুণ বেশি এগিয়ে নরেন্দ্র মোদি। অবশ্য ওবামার পোস্ট শেয়ারের সংখ্যা মোদির পোস্টের তুলনায় বেশি।
২৪টি দেশের ওপর করা সমীক্ষা অনুসারে, ফেসবুকে ওবামার ফলোয়ারের সংখ্যা ৪৬ কোটি ৬ লাখ ২২ হাজার ৯৩৮। যেখানে মোদির ফলোয়ারের সংখ্যা ৩১ কোটি ৯ লাখ ২৭ হাজার ২৫৯।
তবে এটি কেবল নরেন্দ্র মোদির ব্যক্তিগত ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা। এছাড়া তার দফতর ‘পিএমও’র ফলোয়ার্স রয়েছে ১০ কোটি ১ লাখ মানুষ।
ফেসবুকের জনপ্রিয়তার প্রথম সারিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বারাক ওবামা, নরেন্দ্র মোদির মত ভারতের রাষ্ট্রপ্রতি প্রণব মুখোপাধ্যায় ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নামও রয়েছে। এশীয় নেতাদের মধ্যে প্রথম সারিতে তারা।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম