বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৯:৩০:২২

প্রেসিডেন্টের চিঠির উত্তরে যে সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

প্রেসিডেন্টের চিঠির উত্তরে যে সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হাসান রুহানির চিঠির উত্তরে পশ্চিমাদের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তাতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ফের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছন।

এ সংক্রান্ত এক চিিঠির উত্তরে খোমেনেয়ী বলেছেন, মার্কিন কর্মকর্তাদেরকে যে বিশ্বাস করা যায় না তা তাদের গত কয়েকদিনের কথাবার্তায় প্রমাণিত হয়েছে। পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে ইরানের ওপর থেকে পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মার্কিন কর্মকর্তারা তেহরান বিরোধী যেসব বক্তব্য দিয়েছেন সেসবের দিকে ইঙ্গিত করে তিনি একথা বলেছেন।
 

শনিবার ইরানের ওপর থেকে পরমাণু কর্মসূচি-কেন্দ্রীক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার পর রোববার আবার তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা’র জন্য হুমকি হিসেবে তুলে ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার।
 

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সোমবার চিঠি লিখে সর্বোচ্চ নেতাকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর পর তিনি মঙ্গলবার প্রেসিডেন্টকে এর জবাব দিয়েছেন।


সর্বোচ্চ নেতার জবাবি চিঠিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষ তার প্রতিশ্রুতি ঠিকমতো পূরণ করছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। গত দুই/তিন দিনে মার্কিন রাজনীতিবিদরা যেসব বক্তব্য দিয়েছেন তা সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 

চিঠিতে তিনি প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ পরমাণু আলোচনায় জড়িত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্যায় নিষেধাজ্ঞার মোকাবেলায় গত কয়েক বছরে ইরানের জনগণ যে প্রতিরোধ দেখিয়েছে সে ব্যাপারেও আমি সন্তোষ প্রকাশ করছি।


প্রেসিডেন্ট রুহানিকে লেখা চিঠিতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের যে অর্জন হয়েছে তার জন্য তেহরানকে অনেক মূল্য দিতে হয়েছে। কাজেই দেশের ভেতরে কেউ যেন এই অর্জনকে পশ্চিমাদের দয়ার দান বলে চালিয়ে দেয়ার চেষ্টা না করে।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে