বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১২:৪৮:২১

বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি ও বিস্ফোরণ, নিহত ২০

বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি ও বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে দু'পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ার চারসাদ্দা শহরে বাচা খান ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিআইজি সাঈদ ওয়াজির। তবে স্বেচ্ছাসেবকরা বলছেন, নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন।


বিশ্ববিদ্যালয়টির ভিতরে তীব্র গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন ও ট্রিবিউন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন। ওদিকে রেসকিউ ১১২২-এর সূত্রগুলো বলছেন, আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চারসাদ্দার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে। শহরের প্রতিটি হাসপাতালে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।


খাইবার পখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের সদস্য আরশাদ আলী বলেছেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেছে। ঘটনাস্থলে সেনা কন্টিনজেন্ট পৌঁছেছে বলে জানিয়েছেন চারসাদ্দা থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ফজল শাকুর।


তিনি বলেছেন, এখনও বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোলাগুলি চলছে। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি চারসাদ্দার ডিএসপিকে উদ্ধৃত করে বলছে, অস্ত্রধারী তিনজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেই গুলি শুরু করেছে। সেখানে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির ছবিও প্রচার করছে এই টেলিভিশন।


বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এক নারী ফোনে বলেছেন, এখনও সেখানে তীব্র গুলি হচ্ছে। তিনি সাহায্য চেয়ে চিতকার করছেন। তবে কারা কি উদ্দেশে এ হামলা চালাচ্ছে তা জানা যায় নি। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এর আগে নিরাপত্তা রক্ষীরা আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময়ে আটক করা হয় চার জনকে। উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে