শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৩:৪০:৩৫

মন্ত্রিত্ব ও দলীয় পদ খোয়ার পরই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

মন্ত্রিত্ব ও দলীয় পদ খোয়ার পরই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: 'আমি ষড়যন্ত্রের শিকার', মন্ত্রিত্ব হারানোর পর প্রথম মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তা বলার সুযোগ হয়নি। তার আগেই তাকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের ভেতরে ঢুকে যান ইডি অফিসাররা।

আদালতের নির্দেশ মেনে আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে হাসপাতালে গাড়ি থেকে নামার সময় পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাদের প্রশ্নের মুখে একটি কথাই বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেছেন, 'আমি ষড়যন্ত্রের শিকার'। তারপরেই ইডির অফিসাররা তাকে নিয়ে চলে যান হাসপাতালের ভেতরে। আর কিছু বলার সুযোগ পাননি তিনি। তবে এদিন বারবারই কিছু বলতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

গতকাল শেষ পর্যন্ত মন্ত্রিত্ব পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তাকে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন দলের অন্দরের নেতারাই। শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায়কে তিনটি দফতরের পদ থেকেই অপসারণ করা হয়।

তারপরেই বিকালে টিএমসি ভবনে বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সব পদ থেকে সরানোর কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়।

পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনিন পাল্টা দাবি করেছেন এতদিনে কেন এই কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। তার যদি মনে হয় যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাহলে আগে কেন মুখ খোলেনি। 

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কুণাল ঘোষই প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন। টুইটে তীব্র নিশানা করেছিলেন তিনি। কুণাল ঘোষের দাবিকে সমর্থন জানিয়েছিলেন দেবাংশু এবং বিশ্বজিৎ দেবও। তারপরেই বৈঠক ডাকেন অভিষেক।

গ্রেফতারির পর কেটে গিয়েছে ৭ দিন। এই ৭ দিনে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার সুযোগ পেয়েছেন অনেক কিছু বলার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা সোনার গয়না। 

বিপুল সম্পত্তি উদ্ধার হওয়ারপরেও মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই একে একে পদক্ষেপ করতে শুরু করে দল। প্রথমের সরকারের মন্ত্রীত্ব ও পরে দলের সব পদ থেকে বরখাস্ত করা হয়। তার পরেই কেন মুখ খুললেন পার্থ?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে