বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:৫৩:০০

যে কারণে ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে ভারত

যে কারণে ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সাথে ক্রমেই ঘনিষ্ট হচ্ছে ভারত। বিশেষ করে সামরিক ও গোয়েন্দা সহযোগীতা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সেই সাথে আগামিদিনে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছে নয়া দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও ইসরায়েলকে পাশে চায় মোদির সরকার।

জেরুজালেমে ভারতীয়দের এক আমন্ত্রণ সভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একথা বারবার বলেছেন।

ভারত ইসরায়েলের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনৈতিক, শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মতো সেক্টরে সম্পর্ক আরও দীর্ঘমেয়াদি করতে আগ্রহী। দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির উপর জোর দিয়ে বিদেশমন্ত্রী বলেন, দু’দেশের সম্পর্ক এবার এক নতুন গতিতে এগিয়ে চলবে। অর্থনৈতিক দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীলতা আরও বাড়বে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও দু’দেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত খুলে যাবে।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে