আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা উঠি নেয়ার পর এখন তেহরানের কাছে হেলিকপ্টার বিক্রির আশা করছে রাশিয়া। জানা যায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন ইরানের কাছে হেলিকপ্টার সরবরাহ করার সুযোগ এসেছে মস্কোর সামনে। তাই রাশিয়া আর দেরি নাকরে এখনই সেপথ পাকাপাকি করে নিতে চায়।
গত ডিসেম্বর মাসে মস্কোর এক হেলিকপ্টার কোম্পানি জানিয়েছিল, নিষেধাজ্ঞা উঠে গেলে রুশ নির্মিত কয়েকটি হেলিকপ্টার ইরানের কাছে হস্তান্তর করা হবে। সংস্থার অন্যতম কর্মকর্তা আলেকজান্ডার শেহারবিনি সেই সময়ে জানিয়েছিলেন, হেলিকপ্টার আধুনিকায়নের বিষয়ে ইরানের চাহিদা মেটাতে তার কোম্পানি স্বল্প সময়ের মধ্যে নতুন হেলিকপ্টার সরবরাহ করার ক্ষমতা রাখে।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই