বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৫:৪২:৫৯

পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে হামলার কোঠোর নিন্দা মোদির

পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে হামলার কোঠোর নিন্দা মোদির

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ার চারসাদ্দা শহরে বাচা খান ইউনিভার্সিটিতে তালেবান এবং পাকিস্তান সেনাদের দু'পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর এই খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে তালিবানের নৃশংস হত্যালীলার নিন্দা জানিয়ে একটি ট্যুইটার বার্তা পোস্ট করেন তিনি।

ট্যুইটারে প্রতিবেশী দেশের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করছি। নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আহতদের জন্য রইল প্রার্থনা।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ে অতর্কিত ভাবে হামলা এবং নির্বিচারে গুলি চালতে থাকে সন্ত্রাসীরা। তাদের মূল উদ্ধেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের হত্যা করা। এই হামলায় এখন পর্যন্ত পাওয়া খবরে নিহত হয়েছেন অন্তত ২৫ জন এবং আহত হয়েছে প্রায় শতাদিক।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে