বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৬:৪০:১৬

পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে হামলায় হতাহত নিয়ে দ্বন্দ্ব

পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে হামলায় হতাহত নিয়ে দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক : বড় ধরণের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবার পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ার চারসাদ্দা শহরে বাচা খান বিশ্ববিদ্যালয়ে। আজ বুধবার সকালে কয়েকজন জঙ্গি এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ঢুকতে থাকে। জঙ্গিদের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি।

আজ সকালে যখন এই ঘটনা ঘটে তখনো কুয়াশা ডাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাচা খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী সকাল থেকেই একত্র হতে থাকেন। অনুষ্ঠান স্থালে উপস্থীত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকও। প্রায় ৬০০ জনেরও বেশি বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। হঠাত্‍‌ যে সব কিছু তছনছ হয়ে পড়ে গুলির শব্দে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, মুখ কালো কাপড়ে ঢাকা কয়েকজন জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। একই সঙ্গে ফাটাতে থাকে গ্রেনেড।

খবর পেয়েই সাথে সাথে জঙ্গিদের মোকাবেলায় নামে সেনা সদস্যরা। এখন পর্যন্ত পাওয়া খবরে, জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীদের তীব্র গুলির লড়াই চলছে। খালি করে দেওয়া হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়। দু'টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। ১০০ জন আহত বলে খবর। পাক প্রশাসন সূত্রের খবর, ঠিক কতজন জঙ্গি হামলা চালিয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। সেনাবাহিনীদের সঙ্গে গুলির লড়াই চলছে।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে