আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি পুোনো হলে আদালতে হত্যাকাণ্ডের যে বর্ণনা উঠে এলো, তা শুনে শিউরে উঠেছেন সকলে।
ভারতের কেরালার কোটিপতি বিড়ি ব্যবসায়ী মোহাম্মদ নিশামের বিরুদ্ধে দারোয়ানকে হত্যার অভিযোগ উঠেছিল। বুধবার নিশামকে দোষী সাব্যস্ত করলো আদালত। শাস্তি ঘোষণা বৃহস্পতিবার। কিন্তু যে নৃশংসভাবে নিশাম হত্যাকাণ্ড চালিয়েছিল, তা শুনলে চমকে উঠতে হয়।
আদালত সূত্রে এদিন জানা গিয়েছে, ঘটনার দিন দারোয়ান চন্দ্রবোস গেট খুলতে কয়েক মুহূর্ত দেরি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে নিশাম। নিজের ‘হামার’ গাড়িটি দিয়ে ধাক্কা মারে চন্দ্রবোসকে। দেওয়ালের সঙ্গে সেঁটে যান চন্দ্রবোস। সেই অবস্থায় ঘষটে ঘষটে চন্দ্রবোসকে প্রায় ৭০০ মিটার পর্যন্ত নিয়ে যায় নিশাম। এর পরে চিৎকার করে ওঠে, ‘‘এই কুকুরটা মরবে না!’’
নিজের ‘বাইপোলার ডিজঅর্ডার’ আছে বলে আদালতে দাবি করেছে নিশাম। স্পেশাল প্রসিকিউটর সি পি উদয়ভানু এদিন আদালতে নিশামের মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। পুলিশ আদালতে জানিয়েছে, ঘটনার সময় নিশাম মদ্যপ অবস্থায় ছিলেন। স্পেশাল প্রসিকিউটর চন্দ্রবোসের পরিবারের জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদনও রেখেছেন। জানা গিয়েছে, নিশামের সম্পত্তির পরিমাণ ৫,০০০ কোটি টাকার বেশি।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি