আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বনামধন্য লেখিকা ও গবেষক রীমা আব্বাসি মনে করেন, একাত্তর সালে যা হয়েছে পাকিস্তানের তা স্বীকার করে নেওয়া উচিত। কেননা, অতীতকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং এ অঞ্চলের সব প্রতিবেশির সঙ্গে গতিশীল সম্পর্ক স্থাপন করতে হবে।
রীমা কলকাতায় এসেছিলেন এপিজে কলকাতা লিটারি ফেস্টিভ্যালে অংশ নিতে। ফেস্টিভ্যালে তার লেখা পাকিস্তানের হিন্দু মন্দিরের ইতিহাস নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয়েছে। তবে ‘ক্রশিং দ্য লাইন’ শীর্ষক এক আলোচনায় রীমা আব্বাসি দ্বিধাহীন কণ্ঠ বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি প্রত্যেক পাকিস্তানির উচিত বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া।
তিনি বলেন, যেটা চিরদিনের জন্য তৈরি হয়ে গিয়েছে তাকে অস্বীকার করি কী করে? রীমা মনে করেন, একাত্তরের যুদ্ধটাই পাকিস্তানের পক্ষে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, দুঃখের বিষয় হল, আজকের প্রজন্মকে যা শেখানো হয় তাই তারা বিশ্বাস করে। রাষ্ট্র যা বোঝাতে চায় তার বেশি গভীরে তারা যেতে চায় না। ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম প্রকৃতই অজ্ঞ।
লেখিকা রীমা মনে করেন, আমাদের অতীতের ভুলকে স্বীকার করে নিয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে হবে। তার বই সম্পর্কে রীমা বলেন, হিন্দু মন্দিরের উপাসনা নিয়ে তিনি আলোচনা করেননি বরং মন্দিরগুলির ঐতিহ্য ও ইতিহাস নিয়েই তিনি গবেষণা করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি