আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্রীদের বেশির ভাগই বিবাহিত পুরুষকে বিয়ে করতে প্রস্তুত। তাদের সংখ্যা শতকরা ৬১ ভাগ। সৌদী আরবের প্রিন্সেস নোরা ইউনিভার্সিটিতে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর অনলাইন আরব নিউজের।
জরিপে বলা হয়েছে টুইটার ব্যবহারকারীদের মধ্যে কিছু প্রশ্ন ছড়িয়ে দেয়া হয়েছিল এ বিষয়ে। তাতে শতকরা ৬১ ভাগ ছাত্রী বলেছেন পুরুষরা একাধিক নারীকে বিয়ে করতে পারেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল- আপনি কি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করার পক্ষে? এ প্রশ্নের শতকরা ৬১ ভাগ বলেছেন ‘হ্যাঁ’। শতকরা ৩০ ভাগ বলেছেন ‘না’। শতকরা ৯ ভাগ কোন মন্তব্য করেন নি।
এ ইস্যুতে টুইটারে ব্যাপক তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষাবিদ, লেখক, আইন বিশেষজ্ঞ ও অন্যদের মধ্যে। তাদের অনেকে এই ইস্যুর বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ ছাত্রীদের এমন পছন্দকে সমর্থন করেছেন।
ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটির একজন প্রফেসর বলেছেন, ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয়েছে। এতে পুরুষ এবং নারী উভয়ের জন্যই ভাল। এক্ষেত্রে একজন পুরুষ যতটুকু উপকৃত হন তার চেয়ে বেশি নারী।
তিনি বলেন, যদি সব পুরুষ শিক্ষাবিদ, বিচারক, বিজ্ঞানী, আইনজীবি একজন স্ত্রীতে সীমাবদ্ধ থাকেন তাহলে তাতে নারীরা বেশি বঞ্চিত হবেন।
তিনি বলেন, একজন ধনবান পুরুষ তিনি যদি একাধিক বিয়ে না করেন তাহলে তিনি ধর্মীয় বাধ্যবাধকতা মানছেন না। কারণ, তিনি অর্থের দিক দিয়ে সামর্থ রাখেন একাধিক স্ত্রী ভরন পোষণে।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি