আন্তর্জাতিক ডেস্ক : একটি রাষ্ট্র বর্তমান সুপার পাওয়ার আরেকটি সাবেক পরাশক্তি। দুই দেশ দুই মেরুর। তাদের দৃষ্টি ভঙ্গিও ভিন্ন। সিরিয়া ইস্যুতেও পরস্পর বিপরীত মুখী অবস্থান নিয়েছে। দেশটিতে দীর্ঘদিন থেকে চলা গৃহযুদ্ধের অবসানে সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার টেবিলে বসেছে আমেরিকা ও রাশিয়া। এ ক্ষেত্রে কোনো রকম দেরি কিংবা সংলাপ স্থগিত করতে চায় না তারা। একথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৫ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে এ আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে।
বুধবার সুইজারল্যান্ডের জুরিখ শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ জানান, তিনি কিংবা কেরি কেউই সিরিয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠান স্থগিত করার কথা ভাবছেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবিও দুই মন্ত্রীর বৈঠকের পর বলেছেন, কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট নিরসনের বিষয়ে এ পর্যন্ত যে সাফল্য অর্জিত হয়েছে তা ধরে রাখার গুরুত্ব নিয়ে ল্যাভরভ এবং কেরি আলোচনা করেছেন।
সিরিয়ায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক একটি রোডম্যাপের প্রতি সমর্থন জানিয়ে গত ১৮ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবে সারা দেশে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়েছে এবং ছয় মাসের মধ্যে বিশ্বস্ত, অংশগ্রহণমূলক ও অসাম্প্রদায়িক একটি সরকার গঠনের কথা বলা হয়েছে। এছাড়া, দেশটিতে দেড় বছরের ভেতরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
এর আগে, ২০১২ ও ২০১৪ সালে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে জেনেভা শহরে দুটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে তবে তা ব্যর্থ হয়। সিরিয়া সংকটের কারণে দেশটিতে গত সাড়ে চার বছরে প্রায় আড়াই লাখ মানুষ মারা গেছে।
২১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস