আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস তার কর্মীদের বেতন কমিয়ে অর্ধেক করেছে। সংগঠনটির এক নথির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
সিরিয়ার রাকায় আইএসআইএলের কোষাগার থেকে আরবি ভাষায় জারি করা ওই নথিটি অনুবাদ করেছেন গবেষণা প্রতিষ্ঠান মিডলইস্ট ফোরামের গবেষক আইমান জাওয়াদ আত্তামিমি।
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল আইএস? এর উত্তর পাওয়া যাবে ওই নথিতেই। এতে বলা হয়েছে, বর্তমানে বিশেষ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, এ কারণে সবার বেতন অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যে যেমন পদেই থাকুক না কেন, এই সিদ্ধান্ত সবার জন্য প্রযোজ্য হবে।
ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বহুজাতিক বাহিনীর হামলা এবং আর্থিক সংকটের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসলামিক স্টেট।
আইএসেস অর্থের উৎস বন্ধ করার লক্ষ্যে এ পর্যন্ত ব্যাপক প্রচেষ্টা চলছে। তেল চোরাচালানের প্রধান পথগুলোর ওপর হামলা চালানোর পর অর্থনৈতিক সমস্যায় পড়েছে। যারা তাদের তেল কিনতো তারাও ধরা পড়ে যাওয়ার ভয়ে কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে বলে জানা গেছে।
২১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস