আন্তর্জাতিক ডেস্ক : এক মাসেরও কম সময়ের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের ১,৬৬২টি স্থপনা ধ্বংস করল সিরিয়ার বিমান বাহিনী। এর মধ্যে রয়েছে আইএসের সদরদফতর এবং অস্ত্র ভাণ্ডার ও কারখানা। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী দামেস্কের পাশাপাশি হোমস, হামা, ইদলিব, আলেপ্পো এবং দেইর আয-যোর এলাকায় আইএসের এসব স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। একের পর অস্ত্র ভাণ্ডার এবং ঘাঁটি ধ্বংসের কারেণ কঠিন চাপের মুখে পড়েযায় জঙ্গি সংগঠন আইএস।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ২৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আইএসের বিরুদ্ধে ৪৮১ বার বিমান হামলা চালানো হয়েছে। শুধুমাত্র ইদলিব প্রদেশে জঙ্গিদের চারটি কমান্ডিং সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, আলেপ্পো প্রদেশে তিনটি অস্ত্রাগার, একটি কমান্ড সেন্টার এবং বহু সামরিক গাড়ি ধ্বংস করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এও জানানো হয়েছে, আগামিদিনেও আইএসের ঘাঁটি ধ্বংস করতে আকাশপথে হামলা চালাবে সিরিয়ার বিমান বাহিনী।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই