বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৫:০৯:০৮

আহত হওয়ার সাত বছর পর পেলেন ক্ষতিপূরণ

আহত হওয়ার সাত বছর পর পেলেন ক্ষতিপূরণ

আন্তর্জাতিক ডেস্ক : ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে হামলা চালায় লস্কর-ই-তৈয়বার সদস্যরা। মুম্বাইয়ের তাজমহল হোটেল, হোটেল ওবেরয় ট্রাইডেন্টসহ আটটি জায়গায় হামলা চালায় কাসভসহ ১০ জন পাকিস্তানি সন্ত্রাসী। সেদিনের ওই সন্ত্রাসী হামলায় ২৫ জন বিদেশিসহ নিহত হয় ১৬৬ জন ভারতীয়, আহত হয়েছিলেন ৩০৪ জন। এই হামলায় টানা তিন দিন সেনা অভিযান চালানো হয়। এই সেনা অভিযানের সাক্ষী ছিলেন এক ব্রিটিশ নাগরিক।

তাজমহল হোটেলে যখন সন্ত্রাসীরা নিরীহ মানুষেদের হত্যা করছে তখনি নিজের জীবন বাঁচাতে হোটেলের একটি রুমের জানালা দিয়ে লাফ দিয়েছিলেন তিনি। প্রায় ৫০ফুট উঁচু থেকে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছিলেন তিনি। সেই জখম পরে পক্ষাঘাতের রূপ নেয়। পঙ্গু হয়ে গিয়েছেন ব্রিটিশ নাগরিক উইল। বাকি জীবনটাও কাটাতে হবে এই দুর্দশাকে সঙ্গে নিয়েই।

তাজ হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখেনি। এই মর্মে লন্ডনের আদালতে অভিযোগ দায়ের করেছিলেন উইল পাইক। এই প্রসঙ্গে হোটেল কর্তৃপক্ষের যুক্তি ছিল, ভারতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য ব্রিটেনের আদালতে মামলা করা যায়না। কিন্তু, ক্ষতিগ্রস্ত অতিথিকে নিরাশ করেননি তাজ হোটেল কর্তৃপক্ষ। ভারতের জটিল বিচার প্রক্রিয়ায় সিদ্ধান্তে পৌছাতে লেগে যাবে অনেক সময়। সেই কারণে আদালতের বাইরে মীমাংসা করে নিয়েছে ক্ষতিগ্রস্ত অতিথি উইল পাইকের সঙ্গে। যদিও, ক্ষতিপূরণ বাবদ উইল পাইক কি পেয়েছেন তা এখনো জানা যায়নি। হোটেল কর্তৃপক্ষ এবং উইল পাইকের পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে