বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৫:২৩:৪২

এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে আরও সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। এই অঞ্চলে অত্যাধুনিক পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করল ওয়াশিংটন। যার ফলে এই অঞ্চলে ক্রমশ বাড়ছে উত্তেজনা।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেনিস মোতায়েন করা হয়েছে। কয়েক মাস আগে জাপানের ইয়োকোসুকা বন্দরে ইউএসএস রোনাল্ড রিগ্যান জাহাজ মোতায়েন করা হয়। এরপর পরেই মার্কিন অস্ত্রের শক্তি আরও বাড়ানোর জন্য নতুন করে জন সি স্টেনিসকে মোতায়েন করা হচ্ছে।

গত ১৫ জানুয়ারি জাহাজটি আমেরিকার ব্রেমারটন বন্দর ছেড়ে প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটি এই এলাকায় সাত মাসের মিশনে থাকবে। মিশনে থাকাকালীন এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজটি উত্তর-পূর্ব এশিয়ার মিত্র দেশগুলির সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। চীন সাগর ইস্যুতে ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যখন ওই অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা চলছে তখন আমেরিকা সামরিক শক্তি বাড়ানোর পদেক্ষপ নিল ওবামা প্রশাসন। যা নিয়ে নতুন করে আরও উত্তেজনা বেড়েছে ওই এলাকায়।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে