আন্তর্জাতিক ডেস্ক : কলা খেয়ে ধরা খেল মহিলা। তাকে গুনতে হলো ১৬ হাজার টাকা জরিমানা। ট্রাফিক জ্যামে আটকে ছিল গাড়ি। এ সুযোগে চালকের আসনে বসেই ক্ষুধা নিবারণে কলা খাচ্ছিলেন ইলসা হ্যারিস (৪৫) নামে এক মহিলা।
কিন্তু তিনি পুলিশের চোখ এড়াতে পারেননি। নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে শেষ পর্যন্ত পরিশোধ করতে হয় ১৪৫ পাউন্ড, বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৬ হাজার ১৬৫ টাকা।
ঘটনাটি যুক্তরাজ্যের। এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস।
পুলিশ কর্মকর্তার অভিযোগ, চালকের আসনে বসার পরও মনোযোগের ঘাটতি ছিল চালকের। কলা খাওয়ার সময় তার হাত গাড়ির স্টিয়ারিংয়ে ছিল না। এ জন্য তাকে জরিমানা করা হয় ১০০ পাউন্ড।
অবশ্য ইলসা হ্যারিস এ জরিমানার বিরুদ্ধে ওয়েমাউথ ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন। আপিলে তার জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার টাকা। শেষ পর্যন্ত আইনজীবীর পরামর্শে আপিলের শুনানিতে তিনি নিজের দোষ স্বীকার করে নেন।
এ ব্যাপারে ইলিসা হ্যারিস বলেন, বিষয়টি আমার কাছে নিষ্ঠুর মনে হয়েছিল। তাই চ্যালেঞ্জ করেছিলাম। আমার এক আইনজীবী বন্ধুর সঙ্গে পরামর্শ করার পর সে অপরাধ স্বীকার করে নিতে বলে। এ মামলায় জেতা সম্ভব নয় বলে জানায় সে।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম