আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার সকালে কয়েকজন জঙ্গি পাবিস্তানের উত্তর-পশ্চিম আঞ্চলে বাচা খান বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে ছাত্রছাত্রী এবং শিক্ষকসহ প্রায় ২৯ জন এবং ৬ জঙ্গি নিহত হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আবারো নাশকতা চালানোর হুঁশিয়ারি। বুধবারের জঙ্গি হামলার জন্য পাকিস্তান সরকারকে দায়ী করে এই হুমকি দিল ইউনাইটেড জিহাদি কাউন্সিল।
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের এই সংগঠন কাশ্মীর সমস্যা সমাধান না হওয়ার জন্য পাক প্রশাসনকেই দায়ী করেছে। রীতিমতো সাংবাদ সম্মেলন করে তাদের প্রশ্ন, কাশ্মীর সমস্যার সমাধান না হলে যে আমাদেরই ক্ষতি হচ্ছে, সেটা কি পাকিস্তান বুঝতে পারছে না? এই মনোভাবের জন্য শত্রুরা সুবিধা পাচ্ছে, এটা জেনেও কি পাক প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না? পঞ্জাবের পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে যে হামলা হয়েছে তারও দায়স্বীকার করে নিয়েছে এই জঙ্গি সংগঠন।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই