বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৯:২৭:৩৩

‘মানুষ ১০ হাজার বছর আগেও যুদ্ধ করতো’

‘মানুষ ১০ হাজার বছর আগেও যুদ্ধ করতো’

আন্তর্জাতিক ডেস্ক : ১০ হাজার বছর আগেও মানুষ যুদ্ধ করতো।  এমন আলামত পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।  কেনিয়ার উত্তরাঞ্চলে প্রায় ১০ হাজার বছর পুরনো একটি গণহত্যার সন্ধান পেয়েছেন তারা।  এ আবিষ্কারের মাধ্যমে আদিম মানব সামাজে যুদ্ধের অস্তিত্ব থাকার প্রমাণ পাওয়া গেল।
 
কেনিয়ার তুর্কানা লেকের পাশে একটি জনবিচ্ছিন্ন এলাকায় ২৭ জনের দেহাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।  তাদের ধারণা, নির্মমভাবে মৃত্যুর শিকার হয়েছিলেন মানুষগুলো।  মরার আগ পর্যন্ত সেখানে তাদের রেখে যাওয়া হয়েছিল।  এরপর সেখানেই কবর দেয়া হয় তাদের।  এদের মধ্যপ্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ ও শিশু ছিল।

গবেষণা প্রতিবেদনটি বিখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার'- এ প্রকাশ হয়েছে।
 
২০১২ সাল থেকে গণকবরটি নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা।  বিজ্ঞানীরা এমনও প্রমাণ পেয়েছেন যে, ২৭ জনকে একসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল।
 
এতদিন ধরে বেশির ভাগ প্রত্নতাত্ত্বিকই মনে করতেন, মোটামুটি স্থায়ীভাবে বসবাস শুরুর পর মানব সমাজে যুদ্ধ-বিগ্রহ শুরু হয়।  কেনিয়ার যাযাবর প্রকৃতির এই লোকেরা শিকার ও সংগ্রহের ভিত্তিতে জীবনধারণ করতেন বলে বিজ্ঞানীরা তার প্রমাণ পেয়েছেন।  সূত্র : বিবিসি
 ২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে