বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৫:২৪

এই মোহময়ী পুলিশ তরুণীর হাতে গ্রেফতার হতে ব্যাকুল আম-জনতা!

এই মোহময়ী পুলিশ তরুণীর হাতে গ্রেফতার হতে ব্যাকুল আম-জনতা!

আন্তর্জাতিক ডেস্ক: পেশায় পুলিশকর্মী এই তরুণী নাকি শারীরিক গঠনের নিরিখে আমেরিকান সুন্দরী কিম কার্দাশিয়ানের মতোই মোহময়ী। আর সেই কারণেই তার হাতে ধরা দিতে ব্যাকুল অনুরাগীরা। অভিযুক্তকে ধরতে গিয়ে যে নিজেই অন্যদের চোখে এমনভাবে ধরা পড়ে যাবেন, তা বোধহয় ভাবতেও পারেননি ওই তরুণী পুলিশ অফিসার। আসুন, শুনে নেওয়া যাক।

কিম কার্দাশিয়ানের মতো এই তরুণীর অবশ্য তেমন কোনও উদ্দেশ্য ছিল না। পেশায় পুলিশ অফিসার তরুণীটি তার পেশাগত কর্তব্য পালন করছিলেন মাত্র। সেই সূত্রেই তার ছবি দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপরেই বদলে যায় গোটা চিত্রনাট্য। তার কাজের বিচার নয়, তার শারীরিক গড়নের টানেই নাকি ব্যাকুল আপামর জনতা। 

সোশ্যাল মিডিয়ায় দেখা অভিযুক্তের মতো এই মোহময়ী পুলিশ তরুণীর হাতে গ্রেফতার হতে ব্যাকুল আম-জনতা! কিম কার্দাশিয়ানের সেই গড়নের কথাই মনে করিয়ে দিয়েছেন এই তরুণী, দাবি নেটিজেনদের। সম্প্রতি টুইটারে তার ছবিসহ ভিডিওটি দেখে ফেলেছেন ১৭ লক্ষ দর্শক।

আসলে এক সাজাপ্রাপ্ত চিকিৎসককে ধরে আনতে গিয়েছিলেন ওই পুলিশকর্মী। অভিযোগ, প্রয়োজন না থাকলেও রোগীদের দাঁতের অ স্ত্রো প চার করানোর পরামর্শ দিতেন ফ্রান্সের ওই দন্তচিকিৎসক লিওনেল গেজ এবং তার বাবা কার্নট গেজ। এইভাবে কোটি কোটি টাকার মালিকও হয়ে ওঠেন তারা।

কোর্টের রায়ে বলা হয়, প্রয়োজন ছাড়াই অন্তত ৩০০ মানুষের দাঁতের অ স্ত্রো পচার করেছেন ওই চিকিৎসক। পিতা-পুত্রকে জেলে নিয়ে যাওয়ার জন্য যে পুলিশবাহিনী পাঠানো হয়েছিল, সেই দলেই ছিলেন ওই তরুণী। সংবাদমাধ্যমের তোলা ছবিতে দেখা যায় তাকেও। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। 

পুলিশের নীল-কালো ইউনিফর্ম পরা ওই তরুণীর পরিচয় জানা না গেলেও দৈহিক গঠনের জন্য তাকে কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করতে থাকেন অনেকেই। তবে একজন পেশাদার তরুণীকে নিয়ে এই উ ন্মা দনায় বিরক্তিও প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। শরীর নয়, কাজের নিরিখেই একজন পেশাদার কর্মীর বিচার হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে