আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারের প্রতিবাদে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের কসাইরা ধর্মঘট শুরু করেছে। মেঘালয়ে কসাইদের সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে পাচার বেড়ে যাওয়ায় তাঁদের বেশি দাম দিয়ে গরু কিনতে হচ্ছে। রাজধানী শিলংসহ মেঘালয়ের প্রায় দেড়শো কসাই মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন। গরু পাচার বন্ধের দাবিতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধর্মঘট। খবর-বিবিসি
রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, সম্প্রতি পাচারের পরিমান বেড়ে অনেকটাই বেড়ে গেছে। দক্ষিণবঙ্গ সীমান্ত দিয়ে গরু পাচার প্রায় বন্ধ করে দেওয়ার পরে মেঘালয়ের নতুন রুটে গরু পাচার করছে চোরাচালানকারীরা।
মেঘালয়ে মূলত গরু আনা হয় আসামের রাজধানী গুয়াহাটির কাছে খানাপাড়া গরু বাজার থেকে। সেখানকার ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন, কারণ বাংলাদেশে চোরাচালানের জন্য পাচারকারীরা অনেক বেশি দামে গরু কিনে নিচ্ছে । এ কারণে স্থানীয় কসাইদের কাছ থেকেও একই দাম নিচ্ছে গরুব্যবসায়ীরা।
রাজ্যের কসাইদের সংগঠন, খাসি-জয়ন্তিয়া বুচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুখপাত্র ওয়াংকেরলাং লামারে বলেছেন, ‘গত একবছর ধরে বাংলাদেশে গরু পাচার খুব বেড়ে গেছে। এর জন্য গরুর দামও অনেক বেশি হয়ে গেছে। দামের দিক দিয়ে পাচারকারীদের সঙ্গে আমরা পেরে উঠছি না। সরকারকে বার বার জানানো স্বত্ত্বেও কোনও দায়িত্ব নিচ্ছে না তারা। বাধ্য হয়েই আমাদের গরুর মাংস বিক্রি বন্ধ করে ধর্মঘটের পথে যেতে হয়েছে।’
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম