শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫১:৪৯

বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় এই ধনকুবের

বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় এই ধনকুবের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার দ্বিতীয় স্থানে চলে এলেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি। বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নেয়ারের তালিকায় ইলন মাস্ক এক নম্বরে রয়েছেন। আর এরপরেই দ্বিতীয় ধনী ব্যক্তি হিসাবে গৌতম আদানি উঠে এসেছেন।

গৌতম আদানি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার সূচকে এই জায়গা দখল করেছেন। বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে দ্বিতীয় ধনীর তালিকাতে উপরে উঠে এসেছেন ভারতীয় এই শিল্পপতি। যা অবশ্যই প্রত্যেক ভারতীয়ের কাছে একটা গর্বের বিষয়।

ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, আদানির সম্পদ বেড়েছে ৫.৫ বিলিয়ন ডলার। তার মোট সম্পদ ১৫৫.৫ বিলিয়নে পৌঁছেছে। আর এরপরেই তালিকার দ্বিতীয় স্থানে চলে আসেন গৌতম। বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ ভারতীয় এই ধনকুবের।  

গৌতমের উপর অর্থাৎ এক নম্বর জায়গা ধরে রেখেছেন এলন মাস্ক। টেসলার মালিকের মোট সম্পদের পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন ডলার। আদানির নীচে নেমে গিয়েছেন বার্নার্ড আর্নল্ট। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫৫.২ বিলিয়ন মার্কিন ডলার। তবে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি এই তালিকায় ৯২.৬ বিলিয়ন ডলার নিয়ে আট নম্বরে রয়েছেন।

আদানির সম্পদের বড় অংশ আদানি গ্রুপের পাবলিক স্টেক থেকে আসে। গত দুবছরে হঠাৎ করে রকেট গতিতে উত্থান ঘটে এই ব্যবসায়ীর। মার্চ ২০২২ স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের তথ্য অনুযায়ী, আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার এবং আদানি ট্রান্সমিশনে তার ৭৫% শেয়ার রয়েছে। 

এছাড়াও আদানি টোটাল গ্যাসের প্রায় ৩৭%, আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৬৫% এবং আদানি গ্রিন এনার্জির ৬১% মালিক। আহমেদাবাদ থেকে পুরো ব্যবসা চালান আদানি। অনেকে বলেন, আদানির উত্থানের পিছনে বড় একটা ভূমিকা রিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

৬০০ শতাংশের উপরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আদানির। বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আদানির জন্ম গুজরাতে হয়। আদানি ভারতের বৃহত্তম বন্দর অপারেটর, তাপ কয়লা উৎপাদনকারী এবং কয়লা ব্যবসায়ী। ভারতের অন্য ব্যবসায়ীরা মুম্বাই থেকে ব্যবস্যা পরিচালনা করলেন আদানি আহমেদাবাদ থেকে পুরো ব্যবসা চালান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে