আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসরে কেঁদে ফেললেন কনে। তা দেখে আর কান্না ধরে রাখতে পারলেন না বরও। এ নিয়ে পুরো অনুষ্ঠানে এক অন্য রকম পরিবেশের সৃষ্ট হয়। তাদের এই কান্না ছুয়ে যায় বিয়ের আসরে আসা অতিথিদেরও। ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচে আবেগ আপ্লুত কনের কান্না উপস্থিত সবাইকে কাঁদিয়েছে।
নিউজিল্যান্ডের মাউরি আদিবাসীদের বিয়ে অনুষ্ঠানের বেনজামিন আর্মস্ট্রং ও আলিয়ার বিয়ের এই মাউরি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ভাইরাল হয়ে যায় এবং এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।
বরের ঘনিষ্ঠ বন্ধু ও তার পরিবার প্রদর্শিত নাচ দেখে বর-কনে দু’জনই আপ্লুত হয়ে পড়েন।
২১ বছর বয়সী কনে মিস আর্মস্ট্রং বিবিসিকে বলেন, মাউরি রীতিতে ‘হাকা’ নাচের মাধ্যমে বরের ঘনিষ্ঠ বন্ধু ও তার পরিবার বর-কনেকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন।
তিনি বলেন, ‘যতক্ষণ বরের সঙ্গিদের কেউ আমাকে আমন্ত্রন জানায়নি ততক্ষণ নাচে নামার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু আমি ভালোবাসা ও শ্রদ্ধা ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করলাম। আমি সত্যিই অভিভূত হয়ে পড়েছিলাম’।
প্রায় ৩ মিনিট স্থায়ী নাচের ভিডিওটি নৃত্যশিল্পী ও বর-কনের আলিঙ্গনের মাধ্যমে শেষ হয়েছে।
অকল্যান্ডে বসবাসরত এই নবদম্পতি নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এবং খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় তারা বিষ্মিত হয়ে পড়েছে।
মিস আর্মস্ট্রং বলেন, ‘নাচের দৃশ্য ভিডিও করার পরিকল্পনা ছিল না। কিন্তু শেয়ার করার পর নোটিফিকেশনের স্রোত আসতে থাকে’।
সামাজিক মাধ্যমের বিভিন্ন মন্তব্যে দেখা যায়, নাচের ভিডিওটিতে যে আবেগ প্রদর্শন করা হয়েছে তা দেখেই সবাই বিমোহিত হয়ে পড়েছেন। টুইটারে একজন ফলোয়ারের মন্তব্য, ‘হ্যাঁ, ভিডিওটি আমাকে কাঁদিয়েছে’।
২২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস