সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৭:০৫

পর্যটন ভিসায় গিয়ে ধর্ম প্রচার, গ্রেফতার ১৭ বাংলাদেশি

পর্যটন ভিসায় গিয়ে ধর্ম প্রচার, গ্রেফতার ১৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গিয়ে ইসলাম ধর্মের প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) ভাস্করজ্যোতি মহন্ত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাম পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, র্যটন ভিসায় গিয়ে ধর্ম প্রচার করায় গ্রেফতার ১৭ বাংলাদেশি। শনিবার রাজ্যের বিশ্বনাথ জেলার বাঘমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই ১৭ জনকে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দলের সদস্যদের মধ্যে একজন মৌলভি (ধর্মীয় বক্তা) ও বাকি ১৬ জন তার শিষ্য। ভিসার শর্ত ভাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। গ্রেফতারদের মধ্যে আট জন পুলিশি হেফাজতে রয়েছেন। বাকিরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে