আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্বের সুত্রপাত। এর জের ধরেই মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থার তরুণী কর্মী খুন হয়েছেন।
পুলিশ ধারণা করছে কুসুম সিংলা নামের ওই তরুণীকে ল্যাপটপের চার্জারের তার জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যায় অভিযুক্ত সন্দেহে বুধবার সকালে হরিয়ানা সুখবীর সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর-আনন্দবাজার
খবরে বলা হয়, গত বছর বদলি হয়ে বেঙ্গালুরুতে আসার পর কুসুম জুনিয়র কলেজ রোডের একটি আবাসনে নিধি নামে এক বান্ধবীর সঙ্গে থাকছিলেন। অন্য একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন নিধি। মাস তিনেক আগে হরিয়ানার বাসিন্দা সুখবীর সিংহের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ৩১ বছরের কুসুমের। ফোন নম্বর বিনিময়ও হয়। এর পরই তাঁরা সিদ্ধান্ত নেন দেখা করবেন।
গত মঙ্গলবার দুপুরে কুসুমের সঙ্গে দেখা করতে হরিয়ানা থেকে বেঙ্গালুরু আসেন সুখবীর। জেরার মুখে সুখবীর জানান, মেয়েটির ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। এর পর টাকাপয়সা নিয়ে কুসুমের সঙ্গে ঝগড়া বাধে তাঁর। হরিয়ানায় ফিরে যাওয়ার জন্য কুসুমের কাছে ৫০ হাজার টাকা চেয়েছিলেন সুখবীর। শেষ পর্যন্ত ৫ হাজার টাকায় রফা হলেও সেই টাকা দিতে রাজি হননি কুসুম। রাগের বশেই সুখবীর কুসুমকে খুন করেন বলে দাবি পুলিশের।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম