শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৮:০৫

হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বিশাল পাহাড়, ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে

হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বিশাল পাহাড়, ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল পাহাড়ের বড় একটা অংশ। ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে তাওয়াঘাট লিপুলেখ জাতীয় সড়কে নাজাং তাম্বা গ্রামের কাছে।

শুক্রবার তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎই জোরালো একটা আওয়াজ পান তাম্বা গ্রামের বাসিন্দারা। তত ক্ষণে তারা বুঝতে পেরে গিয়েছিলেন, কী ঘটতে চলেছে। সেই আওয়াজের কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে যায়।

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বহু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাওয়াঘাট লিপুলেখ জাতীয় সড়ক হয়েই আদি কৈলাস মানসরোবর যাত্রায় যান পুণ্যার্থীরা।

শুক্রবার পুণ্যার্থীদের ৪০ জনের একটি দল ওই পথেই মানসরোবরের উদ্দেশে যাচ্ছিলেন কিন্তু তার আগেই ধস নামায় আটকে পড়েন তারা। বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের জায়গায় জায়গায় ধস নেমেছে গত কয়েক দিন ধরে। যার জেরে জাতীয় সড়কগুলি অবরুদ্ধ হয়ে পড়ছে। 

উত্তরাকাশীর স্বারিগড় এবং হেলগুগড়ের কাছে বড় বড় পাথরের চাঁই রাস্তায় নেমে আসায় হৃষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। অন্য দিকে, একই কারণে স্তব্ধ হয়ে যায় বিকাশনগর-কলসি-বারকোট জাতীয় সড়ক। ভিডিও দেখতে চাইলে ক্লিক করুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে