শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৪:৪২:০১

মোগাদিসুর হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ১৯

মোগাদিসুর হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্র-সৈকত সংলগ্ন একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানা যায়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আলকায়দার সমমনা গোষ্ঠী আশশাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। গতকাল সন্ধ্যায় (বৃহস্পতিবার) জনাকীর্ণ লিডো সৈকত এলাকায় এ হামলা চালানো হয়। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর জানা যায়।

পুলিশ জানিয়েছে, আজ (শুক্রবার) খুব ভোরের দিকে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী এবং তারা রেস্তোরাঁর হলরুমে আটকে থাকা বহু লোককে উদ্ধার করেছে। বন্দুকধারী সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রুমে রুমে তল্লাশি চালায়।

সন্ত্রাসীরা বিস্ফোরক-বোঝাই দু’টি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রথম বিস্ফোরণটির পর একদল সন্ত্রাসী রেস্তোঁরায় ঢুকে সান্ধ্য-ভোজে ব্যস্ত লোকদের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালাতে থাকে এবং অনেক লোককে পণ-বন্দি করে। আতঙ্কগ্রস্ত লোকেরা কিছু বুঝতে না পেরে এদিক-ওদিক ছুটাছুটি করছিল এবং তাদের কেউ কেউ সন্ত্রাসীদের দিকেই ছুটতে থাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

সোমালিয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা আরও বেশি বেসামরিক নাগরিকদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী বেশিরভাগকে উদ্ধার করে। হামলাকারীদের ৪ জন নিহত এবং তাদের এক জনকে বন্দি করা হয়েছে।

সোমালিয়ার প্রধানমন্ত্রী ওমর আবদিররাশিদ আলী শামারকি তার ভাষায় ‘নিরপরাধ বেসামরিক লোকদের’ ওপর এই হামলাকে ‘বর্বরোচিত ও পাশবিক’ বলে নিন্দা জানিয়েছেন।

সোমালিয়ার রাজধানী মোগাদিসুসহ আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে প্রায়ই হামলা চালিয়ে আসছে ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আশশাবাব। আফ্রিকান ইউনিয়নের সেনা, সরকারি সেনা ও বিদেশীদের ওপর হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

গত সপ্তায় এই গোষ্ঠী দক্ষিণ-পশ্চিম সোমালিয়ায় মোতায়েন কেনিয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। ওই হামলায় কেনিয়ার প্রায় ১০০ সেনা নিহত এবং বহু অস্ত্র ও সাঁজোয়া যান আশশাবাবের হস্তগত হয় বলে গোষ্ঠীটি দাবি করেছে।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে