শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৬:০২:৫১

তিন বছর বয়সেই শিশুর বিশ্বজয়

তিন বছর বয়সেই শিশুর বিশ্বজয়

আন্তর্জাতিক ডেস্ক : এবার তিন বছর বয়সেই বিশ্ব বিজয় করলো এক বালিকা। তার নাম ব্রিয়েল, যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিন বছর বয়সী এই বালিকার মেধা ও স্মৃতিশক্তি গোটা বিশ্বকে চমকে দিয়েছে।  

যুক্তরাষ্ট্রে পদার্থের পর্যায়সারণী জানাটা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। তবে পর্যায়সারণীগুলো মনের রাখার ব্যাপারটি শিক্ষার্থীদের জন্যই বরাবরই কঠিন ও দুষ্কর। এই কঠিন বিষয়টি যুক্তরাষ্ট্রের তিন বছর বয়সী ব্রিয়েলের কাছে সহজ হয়ে ধরা দিয়েছে। যা বলতে গেলে বিস্ময়কর।
 
বিস্ময় এই বালিকাকে নিয়ে অনুষ্ঠান করলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত শো এলেন। অনুষ্ঠানে বিভিন্ন পদার্থ নিয়ে মার্কিন উপস্থাপিকা এলেন ডিজানারেসের প্রশ্নগুলোর উত্তর অবলীলায় দিতে থাকে ব্রিয়েল। সাবলীলভাবে ব্রিয়েল পর্যায়সারণীর সবগুলো পদার্থের বৈশিষ্ট মুখস্ত বলল। এমনকি কোন পদার্থ কোন খাবারে রয়েছে তাও সে বলল। পাশাপাশি অনুর আকৃতি সম্পর্কেও তার স্পষ্ট ধারণা রয়েছে। যা রীতিমত বিস্ময়কর।
 
১১৮ টি মৌলিক পদার্থ কীভাবে মনে রেখেছ উপস্থাপিকার এই প্রশ্নের জবাবে ব্রিয়েল বলেছে, আসলে মস্তিষ্কই এগুলো ধারণ করেছে।অনুষ্ঠানে ব্রিয়েলের মাও উপস্থিত ছিলেন।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে