আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার জন্য মহাবিপদ সংকেত, যা ১০০ বছরের ইতিহাসে হয়নি। প্রবল থেকে প্রবলতর তুষার ঝড়ের পূর্বাভাসে জরুরি অবস্থা জারি হলো আমেরিকায়।
শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি স্টেটে প্রবল তুষারঝড়ে পড়বে প্রায় ৭৫ সেন্টিমিটার বরফের আস্তরণ। এজন্য আগাম সতর্কতা হিসেবে বাতিল করা হয়েছে আমেরিকার কয়েক হাজার বিমান। তৈরি সেনাবাহিনীও।
আতঙ্কের প্রহর গুনছে আমেরিকাবাসী। আমেরিকার উত্তর-পূর্বে প্রবল তুষারঝড় কখন কী আকারে ধ্বংসলীলা শুরু করে, তারই অপেক্ষায় শঙ্কিত প্রশাসন থেকে সাধারণ মানুষ।
ওয়াশিংটন বুলেটিনে ন্যাশনাল ওয়েদার সার্ভিস ঘোষণা করেছে, প্রবল তুষারপাত ও তুষারঝড়ে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে, যা প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিও ঘটাতে পারে। শুক্রবার থেকেই তুষারঝড় আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়ার গভর্নররা জরুরি অবস্থা জারি করেছেন। স্টেট অব প্রিপেয়ার্ডনেস জারি করেছেন পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর।
শুক্র ও শনিবারে ওয়াশিংটন ও নর্থ ক্যারোলিনা বিমানবন্দর থেকে ২,২০০ বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার ডটকম। রোববার পর্যন্ত চরম সতর্ক থাকতে বলা হয়েছে ওয়াশিংটন ও বাল্টিমোরকে।
ওয়াশিংটনে ৬১ সেন্টিমিটার ও পশ্চিম শহরতলিতে ৭৫ সেন্টিমিটার বা তারও বেশি বরফ জমবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বইবে কনকনে হাওয়া। দৃশ্যমানতা ০ মিটারেরও নিচে নেমে যাবে বলে আশঙ্কা।
যেকোনো চরম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে নাগরিকদের। দুপুরেই ছুটি দিয়ে দেয়া হবে অফিসকর্মীদের। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীকেও। ন্যূনতম প্রয়োজনীয় ফল-শাকসব্জি প্রচুর পরিমাণে কিনে বাড়িতে মজুত করে রাখছেন মানুষজন।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম