আন্তর্জাতিক ডেস্ক : খুব শিগগিরই মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, অরুণ জেটলিকে সরানো হতে পারে অর্থমন্ত্রক থেকে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে সরানো হতে পারে মনোহর পারিকরকে।
পাঞ্জাবের পাঠানকোটে হামলা, ক্রমাগত অনুপ্রবেশ। তার উপরে মাঝেমধ্যেই বিতর্ক। এ সবের কারণেই কি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হতে পারে মনোহর পারিকরকে? শুক্রবার এমন জল্পনা ভাসতে শুরু করেছে দিল্লির রাজনৈতিক মহলে।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনতে চলেছেন নরেন্দ্র মোদি। অর্থ মন্ত্রনালয় থেকে সরিয়ে অরুণ জেটলির হাতে দেওয়া হতে পারে প্রতিরক্ষা। ফেব্রুয়ারিতে বাজেটের পরেই জেটলির হাতে দেওয়া হতে পারে প্রতিরক্ষার ভার। সে ক্ষেত্রে বিদ্যুৎ ও কয়লামন্ত্রনালয় থেকে পীযূষ গোয়েলকে আনা হতে পারে অর্থ মন্ত্রনালয়ের দায়িত্বে।
এই বড় রদবদল ছাড়া ছোট মন্ত্রনালয় গুলির ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে নন-পারফর্মারদের সরিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এই রদবদলের ক্ষেত্রে রাজনৈতিক হিসেবও মাথায় রাখছেন মোদি।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি