আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ভয়ে তটস্থ গোটা বিশ্ব। এই জোট রুখতে নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। তার অংশ হিসেবে চলতি বছর নতুন চারটি সামরিক ডিভিশন তৈরি করবে দেশটি। এর লক্ষ্য হচ্ছে- ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক ক্রমবর্ধমান সামরিক মহড়ার মোকাবেলায় রুশ সামরিক বাহিনীকে জোরদার করা।
রুশ সেনাদলের পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই রুশ পশ্চিমাঞ্চলীয় এবং কেন্দ্রীয় অঞ্চলে এ সবর ডিভিশন গঠন করা হবে।
এ ছাড়া, রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নিবে বলেও জানান জেনারেল ওলেগ। এ সব মহড়ার মধ্যে রুশ-পাকিস্তান এবং রুশ-ভিয়েতনাম মহড়াও রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিদেশী অংশিদারদের সঙ্গে লেনদেন বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হবে।
রুশ সীমান্তের কাছাকাছি অঞ্চলে ন্যাটো অবস্থান জোরদার করাকে হুমকি হিসেবে মনে করছে মস্কো।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস