শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:৪৬:৫০

নতুন মিশন নিয়ে এবার লিবিয়ার দখলে আইএস

নতুন মিশন নিয়ে এবার লিবিয়ার দখলে আইএস

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মিশন নিয়ে নেমেছে ইসলামিক স্টেট বা আইএস। এ জন্য তারা কৌশলও বদলিয়েছে। ইরাক ও সিরিয়ায় সরকারি ও বহুজাতিক বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জঙ্গি গোষ্ঠীটি। এতে বেশ বেকায়দায় রয়েছে তারা। তাই এখন তাদের ঘাঁটিগুলি লিবিয়ায় সরিয়ে ফেলছে।

আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন লিবিয়ার সেনা-গোয়েন্দা বিভাগের প্রধান ইসমাইল শুকরি।

জানা গেছে, আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি আবু উমর নামের এক জঙ্গি-নেতাকে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিরত শহরে আইএসের পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইরাকের নাগরিক আবু উমর ইতিমধ্যেই লিবিয়ায় ঢুকে পড়েছে বলেও জানতে পেরেছে গোয়েন্দারা।

এছাড়া উমর দায়েশের জন্য প্রায় তিন হাজারেরও বেশি জঙ্গি বাহিনী তৈরি করে ফেলেছে বলেও গোয়েন্দাদের কাছে খবর রয়েছে।

জানা গেছে, এই জঙ্গি বাহিনীর মধ্যে এক-তৃতীয়াংশ তিউনিসিয়ার নাগরিক। এছাড়া সিরিয়া, সুদান, নাইজার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের নাগরিকও রয়েছে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে